শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৮ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
সময় টিভির সাংবাদিকদের ওপর হামলায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব জানিয়ে দেব: ঢাবি ভিসি নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান সম্পন্ন  কাতারে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী আন্দোলন নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতায় গঠিত ‘ইনসাফ’-এর আত্মপ্রকাশ চার বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা দ্বিপক্ষীয় সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘‌কচুয়াকে দাওয়াতি কার্যক্রমের মডেল হিসেবে গড়তে চাই’ গোপালগঞ্জের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

স্বাধীনতার জন্য গণভোটের দিকে এগুচ্ছে কুর্দিস্তান; ২৫ সেপ্টেম্বর সম্ভাব্য ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইরাকের সঙ্গে আর আধা-স্বায়ত্বশাসিত অঞ্চল হয়ে থাকতে চায় না কুর্দিস্তান। যে কারণে অঞ্চলটির সংসদ সদস্যরা ইরাক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে পরিকল্পিত গণভোটের প্রতি সমর্থন জানিয়েছেন।

অঞ্চলটির সংসদ সদস্যরা বিষয়টি একমত হওয়ায় ভোটের তারিখও নির্ধারণ করেছে। আগামী ২৫ সেপ্টেম্বর এ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এ সিদ্ধান্তে ইরাকের কেন্দ্রীয় সরকার প্রতিবাদ জানিয়েছে। তারা এ সিদ্ধান্ত মেনে নেবে না বলে জানিয়েছে। একই সঙ্গে পার্শবর্তী ইরান, তুরস্ক ও সিরিয়াসহ অনেক দেশ এ গণভোটের বিরোধিতা করছে।

পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বাগদাদের কঠোর বিরোধিতা উপেক্ষা করে কুর্দিস্তানের আঞ্চলিক সংসদে শুক্রবার উপস্থিত ৬৮ সংসদ সদস্যের মধ্যে ৬৫ জন আলোচিত গণভোটের পক্ষে ভোট দেন। ১১১ আসনবিশিষ্ট সংসদের বিরোধী দলীয় সদস্যরা ভোটাভুটির এ অধিবেশন বর্জন করেন।

এর আগে গত মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি কুর্দিস্তানের পরিকল্পিত এ গণভোটের তীব্র বিরোধিতা করে একে ‘অসাংবিধানিক’ বলে উল্লেখ করেন। তিনি এ গণভোট স্থগিত করে বাগদাদের সঙ্গে সংলাপ শুরু করার জন্য কুর্দি নেতাদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের আগে ইরাকের পার্লামেন্ট কুর্দিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার প্রশ্নে অনুষ্ঠেয় গণভোট প্রত্যাখ্যান করে। পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে ইরাকের অখণ্ডতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী এবাদিকে ক্ষমতা প্রদান করা হয়।

মুসলিম ভূমিতে দখলদার ও জঙ্গিতত্ত্ব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ