মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ।। ৮ পৌষ ১৪৩২ ।। ৩ রজব ১৪৪৭


মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের উপর চলমান নির্যাতনের প্রতিক্রিয়ায় মিয়ানমারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মালদ্বীপ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সিদ্ধান্ত জানানো হয়েছে।

রোববার রাতে মন্ত্রণালয়ের ইস্যু করা এ সংক্রান্ত এক বিবৃতিতে, রোহিঙ্গাদের রক্তপাত বন্ধে আন্তর্জাতিক মহলের তরফে দ্রুত পদক্ষেপ নেয়ার আহবান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া নৃশংসতা বন্ধে মিয়ানমার সরকার পদক্ষেপ না নেয়া পর্যন্ত মালদ্বীপ সরকার মিয়ানমারের সঙ্গে সকল প্রকার বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিবৃতিতে দেশটি মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে হওয়া গর্হিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি খতিয়ে দেখতে জাতিসংঘ মহাসচিব এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের প্রতি অনুরোধ জানায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ