শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

মার্কিন-তুর্কি সম্পর্ক উন্নয়নে টিলারসনের তুরস্ক সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মাঝে বিদ্যমান উত্তেজনা হ্রাস করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তুরস্কের নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন।

উভয় দেশের কর্মকর্তারা জানান, টিলারসন তুরস্কে পৌঁছে তিনি প্রথমে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুৎ কাভুসোগলু ও পরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। তবে রাতে ইস্তাম্বুলে এরদোয়ানের বাসভবনে এ বৈঠকের ব্যাপারে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

বৃহৎ জ্বালানী কোম্পানি এজোন মোবিলের সাবেক প্রধান নির্বাহী টিলারসন এর আগে ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। বক্তৃতায় তিনি গত বছরের এরদোয়ানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের বিষয়টি উল্লেখ করেন।

টিলারসন বলেন, ‘প্রায় এক বছর আগে তুরস্কের সাহসী পুরুষ ও নারীরা অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষা করেন।’

তিনি আরো বলেন, ‘আমি ওই ঘটনায় তাদের সাহসের প্রশংসা ও নিহতদের প্রতি সম্মান জানাচ্ছি।’

ইস্তাম্বুলে এরদোগান-বিরোধী বিশাল বিক্ষোভ

বারাক ওবামা শাসনামলের শেষ দিকে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। কিন্তু আঙ্কারা আশা করছে যে ট্রাম্পের অধীনে দুদেশের সম্পর্কের উন্নতি ঘটবে। তবে ট্রাম্পও তার পূর্বসূরি ওবামার সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের বিরুদ্ধে লড়াইরত সিরিয়ান কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটস (ওয়াইপিজি)’কে সমর্থন দেয়ার নীতিকে অব্যাহত রেখেছে। আর এটি তুরস্ককে ক্ষুব্ধ করছে।

আঙ্কারা ইপিজিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনে করে। সিরিয়ায় গোষ্ঠীটিকে তুরস্ক কুর্দিশ ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র একটি শাখা মনে করে। ১৯৮৪ সাল থেকে গোষ্ঠীটি তুরস্কের ভেতর জঙ্গি তৎপরতা চালাচ্ছে। কিন্তু ওয়াশিংটন খোলাখুলিভাবেই ইপিজিকে অস্ত্র সরবরাহ করছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ