বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরিশাল-৫ আসনে হাতপাখা প্রতীকের সেন্টার কমিটির প্রশিক্ষণ কর্মশালা ‘আমরা কিছু কাজের পর ঘুমিয়ে পড়ি, খতমে নবুওয়তবিরোধীরা তো ঘুমায় না’ পুঁজিবাজারে পাঁচ ইসলামি ব্যাংকের লেনদেন স্থগিত নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখার সৌজন্য সাক্ষাৎ ইসলামি শক্তিকে আরও সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ড. আহমদ আবদুল কাদের সুন্দর পোশাক: অহংকার নাকি শুকরিয়া ৫ দফা দাবি আদায়ের মিছিল নিয়ে পল্টনে জামায়েত যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম লে. গভর্নর ঘাজালা হাশমি ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন

পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার দোহার উপজেলার  মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

তিনজনই মৈনটঘাটে পদ্মা নদীতে বেড়াতে আসে। এরপর তাদের যাওয়ার কথা ছিল দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদেরই বন্ধু  মাহিদুলের বাসায়। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তাঁরা তিনজনই নিখোঁজ হন।মাহিদুলের মা তাসলিমা আখতার জানান, ওই তিনজন দোহারে এসেছে বলে জানায় তাঁর ছেলে। রাতে বাসায় থাকারও কথা। বিকেলের দিকে মৈনটঘাট এলাকা থেকে ওই তিনজন নিখোঁজ হওয়ার খবর জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।তাসলিমা জানান, ওই তিনজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা খোঁজাখুঁজি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাঁদের আসতে দেরি হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ