রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা ভিন্নমত থাকতে পারে, সবকিছু মিলেই গণতান্ত্রিক সমাজ : রিজভী বাংলাদেশি হাইকমিশনে হামলার হুমকি নিয়ে যা বলল ভারত  আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: হাদির ভাই ‘আরবি কেবল ভাষা নয়, সমৃদ্ধ সভ্যতার বাহক’ শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন ইবনে শাইখুল হাদিস বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার দোহার উপজেলার  মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্ররা হলো কমার্স কলেজের সুপ্রিয়, এশিয়ান কলেজের সালমান ও মিরপুর কলেজের মাহিন। তিনজনই রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।

তিনজনই মৈনটঘাটে পদ্মা নদীতে বেড়াতে আসে। এরপর তাদের যাওয়ার কথা ছিল দোহারের জয়পাড়া সাহেব আলী গ্রামে তাদেরই বন্ধু  মাহিদুলের বাসায়। কিন্তু পদ্মা নদীতে গোসল করতে নেমে তাঁরা তিনজনই নিখোঁজ হন।মাহিদুলের মা তাসলিমা আখতার জানান, ওই তিনজন দোহারে এসেছে বলে জানায় তাঁর ছেলে। রাতে বাসায় থাকারও কথা। বিকেলের দিকে মৈনটঘাট এলাকা থেকে ওই তিনজন নিখোঁজ হওয়ার খবর জানা যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেল আনুমানিক ৩টার দিকে মৈনটঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।তাসলিমা জানান, ওই তিনজনের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা খোঁজাখুঁজি করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়েছে। দীর্ঘ যানজটের কারণে তাঁদের আসতে দেরি হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ