রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

এসএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ নতুন জিপিএ-৫ পেয়েছে ৪৬৯ পাস ৫২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে পাঁচ শিক্ষাবোর্ডে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৯৬ জন এবং ফেল থেকে পাস হয়েছে ৫২৫ জন।

উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল থেকে দেখা যায়, শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডেই নতুন করে এক হাজার ৬৭৯ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭০ জন। এ নিয়ে বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৭৫১ জনে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৫৫ হাজার ৩৩০ শিক্ষার্থী আবেদন করেছিল। এর আগে ৪ মে ফল প্রকাশের দিন জিপিএ-৫ পেয়েছিল ৪৯ হাজার ৪৮১ জন।

মাদ্রাসা বোর্ডে মোট ২৬৭ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন, বিভিন্ন গ্রেডে জিপিএ বেড়েছে ৯৬ জনের, ফেল থেকে পাস করেছে ১২০ জন।

সিলেট বোর্ডে ২৩৪ জনের ফল পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৪ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। বাকীদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

বরিশাল শিক্ষাবোর্ডে মোট ১৬৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ২৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২১ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৫৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৪৩ জন, নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন। বাকিদের বিভিন্ন গ্রেডে জিপিএ পরিবর্তন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এ বছর মোট ৫৫ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ