শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৮ সফর ১৪৪৭


চট্টগ্রাম উপকূল ছেড়েছে ‘মোরা’ ১১টা নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’ সকাল সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতরে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান তিনি।

তিনি জানান, এটি কক্সবাজারের টেকনাফ, সেন্টমার্টিন ও চট্টগ্রামের কুতুবদিয়া অতিক্রম করে এটি ভারতের মনিপুরের দিকে এগোবে ।

তিনি আরো বলেন, ‘মোরা’ ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে টেকনাফে ও ১১৪ কিলোমিটার বেগে সেন্টমার্টিনে আঘাত করে। এটি উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হবে। ঘুর্ণিঝড় 'মোরা' ইতিমধ্যেই কুতুবদিয়ার হয়ে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে গেছে।

উপকুলে আঘাত হেনেছে মোরা লণ্ডভণ্ড সেন্টমার্টিন

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি অফিসার মাহমুদুল আলম জানান, ঘুর্ণিঝড়টি কুতুবদিয়া থেকে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল ছুঁয়ে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮৯ থেকে ১১৭ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এতে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। বাতাসের সঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এর আগে আজ মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘মোরা’। এদিন ভোর ৫টা থেকে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে। সকাল সোয়া ৮টার দিকে ঘূর্ণিঝড়টি কক্সবাজার অতিক্রম করে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ