রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

ঢাকা ও কুমিল্লা বোর্ডের অভিন্ন প্রশ্নপত্র নিয়ে নতুন বিতর্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বশির ইবনে জাফর: পাবলিক পরীক্ষাগুলোতে কিছুতেই কমছে না দূর্নীতি। প্রশ্নফাঁসসহ আরো নতুন নতুন জালিয়াতির উদ্ভব হচ্ছে প্রতিনিয়ত। পরীক্ষায় ফিরছে না শতভাগ সুষ্ঠু পরিবেশ।

এরই ধারাবাহিকতায় এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) আরেকটি অবাক করা বিষয় যুক্ত হয়েছে! জন্ম দিয়েছে নতুন বিতর্কের।

গত এপ্রিল মাস থেকে শুরু হওয়া চলমান এইচএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ২য় পত্রের ২০১৬ সনের সিলেবাস অনুযায়ী করা ঢাকাবোর্ড-২০১৭ তে যে প্রশ্নটি এসেছে সে প্রশ্নটিই হুবহু এসেছে কুমিল্লা বোর্ড-২০১৭ তে! একটুও রদবদল নেই সে প্রশ্নে..! সৃজনশীল ৮ টি প্রশ্ন থেকে শুধুমাত্র দুটো প্রশ্ন ছাড়া বাকি ৬ টি প্রশ্নের জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতাসহ সম্পূর্ণ প্রশ্নটিই এসেছে কুমিল্লা বোর্ডে। এমনকি উদ্দীপকেও নেই কোন পরিবর্তন।
এ নিয়ে অভিজ্ঞ শিক্ষক মহলে তৈরি হয়েছে শঙ্কা।

রাজধানীর একটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ একজন শিক্ষকের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার শিক্ষকতা জীবনে এ ধরনের ৬টি প্রশ্নই হুবহু আসার ঘটনা আর আছে বলে তার জানা নেই।তাছাড়া ২০১৪ সনে সারা বাংলাদেশে একটি মাত্র বোর্ড ছিলো। প্রশ্নও ছিলো তাই অভিন্ন। যার ফলে দেখা যায় বাংলাদেশের কোথাও এক জায়গায় যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তবে সেটি পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়বে। বোর্ড ভিন্ন থাকলে এ বিষয়টি হয় না। কারণ হচ্ছে সব বোর্ডের প্রশ্ন থাকে আলাদা আলাদা।

বিষয়টি নিয়ে অন্য আরেকজন শিক্ষকের সাথে কথা বললে তিনি বলেন, প্রশ্ন হুবহু মিলে যাওয়ার ঘটনাটা তিনি জেনেছেন এখনো দেখেননি। তবে যদি সত্যিই এমনটি হয়ে থাকে তবে সেটি হালকা করে দেখার কোন সুযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার এবং ভবিষ্যতে যেন এমনটি না ঘটে সেদিকে দৃষ্টি দেয়াটাই হবে যথাযথ দায়িত্ব।

কারণ প্রশ্ন যদি মিলেই যায় তবে বোর্ড ভিন্ন হওয়ার দরকারটাই বা কী?

হুবহু মিলে যাওয়া পশ্নগুলো নিম্মরূপ:
D.B.Q.NO-1--------- C.B.Q.NO-2
D.B.Q.NO-2--------- C.B.Q.NO-5
D.B.Q.NO-3--------- C.B.Q.NO-7
D.B.Q.NO-4--------- C.B.Q.NO-8
D.B.Q.NO-5--------- C.B.Q.NO-1
D.B.Q.NO-6--------- C.B.Q.NO-4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ