শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘যৌথভাবে অ্যাটাক হেলিকপ্টার বানাবে পাকিস্তান-তুরস্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যৌথ অ্যাটাক হেলিকপ্টার বানাবে পাকিস্তানতুরস্ক। প্রাথমিকভাবে ১২৯টি অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্তে সম্মত হয়েছে দুই দেশ।

এ নিয়ে ইসলামাবাদ তুরস্কের সঙ্গে একটি চুক্তি করেছে। পাকিস্তানের পক্ষে চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক।

তুরস্কের ইস্তাম্বুল শহরে ১৩তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প বিষয়ক মেলা পরিদর্শনের অবকাশে এ চুক্তি করেন পাক মন্ত্রী। চুক্তি অনুসারে, পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে হেলিকপ্টার অ্যাসেম্বল কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, তুরস্কের কাছে ৫২টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে পাকিস্তান।

টি-১২৯ হচ্ছে দুই ইঞ্জিনবিশিষ্ট হেলিকপ্টার এবং এতে দুজন আরোহী চড়তে পারে। বহুমুখী কাজে এ হেলিকপ্টার ব্যবহার করা যায় এবং দিনে  রাতে সব রকমের আবহাওয়ায় এটি উড়তে পারে। অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির সহায়তায় তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ টি-১২৯ হেলিকপ্টারের কারখানা গড়ে তুলেছে। এ হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর