বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা ইসলামবিরোধী নারী কমিশন নিয়ে আলোচনা করতে খতিবদের প্রতি হেফাজতের আহ্বান

নামের সাথে ইসলাম থাকায় অর্থ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

M Islamআওয়ার ইসলাম : ব্রিটিশ নাগরিক মামুনুল ইসলাম। থাকেন বেডফোর্ডে । তাঁর নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি থাকায় তাঁকে যুক্তরাষ্ট্রের তহবিল নিষিদ্ধকরণ (ট্রেজারি রেস্ট্রিকশন) তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। ফলে একটি প্রতিষ্ঠান তাঁর প্রাপ্ত অর্থ দিতে অস্বীকৃতিও জানায়।

তহবিল সংগ্রহকারী ওয়েবসাইট ফুড ব্যাংক ও ইভেন্টব্রাইটের মাধ্যমে মামুনুলকে ৪০০ পাউন্ড অনুদান দেন কয়েকজন দাতা। কিন্তু বিপত্তি বাধে যখন মামুনুল সেই অর্থ ওঠাতে যান।

ইভেন্টব্রাইট নামে ওই যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইটটি মামুনুলকে অর্থ দিতে অস্বীকৃতি জানায়। তারা জানায়, ‘এম ইসলাম’ নামটি যুক্তরাষ্ট্রের বিদেশি সম্পদ ও নিয়ন্ত্রণ অফিসের তালিকায় নিষিদ্ধের তালিকায় রয়েছে।

এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান মামুনুল। এতে তাঁর অর্থনৈতিক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামুনুল বলেন, ‘এটা বৈষম্যের থেকেও অনেক বেশি। সত্যি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। শুধু আমার নামের জন্য আমাকে আলাদা চোখে দেখা হয়েছে।’ তিনি বলেন, ‘এর আগে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আটটি লেনদেন করেছি। সে সময় কোনো সমস্য হয়নি। যুক্তরাষ্ট্রের সরকার আমার আর্থিক স্বাধীনতা হরণ করছে,’ বলে মামুনুল।

অবশ্য শেষ পর্যন্ত ইভেন্টব্রাইট প্রতিষ্ঠানটি মামুনুলের অর্থ ফেরত দিয়েছে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ