বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৪ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে পাক-আফগান এক টাকা কেজিতে গরুর গোশত বিক্রি করলেন মুফতি রায়হান জামিল চান্দিনায় হাতপাখার প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর মটরসাইকেল শোডাউন ফরিদপুরে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ  খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্তৃক হত্যার অভিযোগে চবিতে বিক্ষোভ আসন্ন নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র স্থাপনের অবকাঠামো মেরামতের নির্দেশ ইসির সিলেটে খেজুরগাছের পক্ষে জনমত গড়ে তুলুন: আব্দুল মালিক চৌধুরী আসন্ন জাতীয় নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার সিলেটে দক্ষিণ সুরমা উপজেলায় ইমাম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত গণভোটের বিষয়ে প্রধান উপদেষ্টা চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন : আইন উপদেষ্টা

তুরস্ক নিয়ে নাক গলানোয় ইইউ-কে এরদোগানের কড়া হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাড়াবাড়ি করলে তিনি হাজার হাজার শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্ত পথ খুলে দেবেন।

বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট তুরস্ককে ইইউ'র সদস্য করার আলোচনা স্থগিত রাখার সুপারিশ করা হয়। এরপর শুক্রবার এরদোগান এই হুঁশিয়ারি দিলেন। খবর বিবিসি বাংলার।

গত জুলাইতে এক এক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগান ব্যবস্থা নিচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্ট এটাকে 'মাত্রাতিরিক্ত' বলে বর্ণনা করে।

এজন্য তুরস্ককে সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখার সুপারিশ করে ইউরোপীয় পার্লামেন্ট।

উল্লেখ্য, এ বছরের শুরুতে ইইউ'র সঙ্গে তুরস্কের এক চুক্তি হয়। চুক্তিতে সেদেশে আশ্রয় নেয়া সিরিয়ার লাখ লাখ শরণার্থীর জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। একই সঙ্গে ইইউ'র সদস্য হওয়ার জন্য আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, '৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীকে আমরাই খাইয়ে-পরিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন।'

তিনি আরও বলেন, 'আমার কথা জেনে রাখুন। আপনারা যদি এনিয়ে আর বাড়াবাড়ি করেন, সীমান্ত খুলে দেয়া হবে।'

গত বছর থেকে ইউরোপের দিকে লাখ লাখ শরণার্থীর ঢল নেমেছিল। ওই শরণার্থীর ঢল থামানো সম্ভব হয় তুরস্কের সহযোগিতায়।

তুরস্ক এই শরণার্থীদের থামাতে রাজি হয় এই শর্তে যে, ইইউ'র সদস্য হওয়ার লক্ষ্যে আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় সেরকম কোনো অগ্রগতি না হওয়ায় তুরস্ক স্বভাবতই হতাশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ