সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

১৭ লাখ বেশি ভোট পেয়েও কেন হারলেন হিলারি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hillary-clinton-012আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন অন্তত ১৭ লাখ বেশি ভোট পেয়েছেন।

কিন্তু ইলেক্টোরাল কলেজ ভোটের হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

গত ৮ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। টাইম পত্রিকার খবরে বলা হয়েছে, সর্বশেষ গণনা অনুযায়ী মোট ৬ কোটি ৩৬ লাখ ভোট পেয়েছেন হিলারি। যেখানে ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ১৯ লাখ।

কুক পলিটিক্যাল রিপোর্ট অনুযায়ী, হিলারি ৪৮ শতাংশ ভোট এবং ট্রাম্প ৪৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।

রিপোর্টে আরো বলা হয়েছে, ২০১২ সালের চেয়ে এবার বেশি ভোট পড়েছে। চার বছর আগের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান মিট রমনি। ওই নির্বাচনে ভোট পড়েছিল ১২ কোটি ৯০ লাখ। আর এবার ২০১৬ সালে ভোট দিয়েছে ১৩ কোটি ২৬ লাখ ভোটার।

যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারিত হয় এই ইলেক্টোরাল কলেজ ভোটে। একটি রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই ওই রাজ্যের সবগুলো ইলেক্টোরাল ভোট পাবেন।

এ হিসাবে ট্রাম্প ২৯০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। সেখানে হিলারি পেয়েছেন ২৩২ ভোট।

এ কারণে ডেমোক্র্যাটরা এই ইলেক্টোরাল কলেজ ভোট বাতিলের দাবি জানাচ্ছেন। তাদের এ দাবিতে মঙ্গলবার পর্যন্ত প্রায় ছয় লাখ মানুষ স্বাক্ষর করেছে।

আরআর

http://ourislam24.com/2016/11/23/%E0%A6%B9%E0%A7%81%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ