বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মুরসির মৃত্যুদণ্ড বাতিল করল সর্বোচ্চ আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mursiআওয়ার ইসলাম: মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার আদালত এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে মামলাটি নতুন করে বিচারের নির্দেশও দিয়েছে। রয়টার্স’র উদ্ধৃতি দিয়ে ডন এ খবর প্রকাশ করেছে।

সূত্র জানায়, ২০১৫’র ১৬ মে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসিসহ শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় দেশটির একটি আদালত।

দেশটিতে ২০১১ সালের অভ্যুত্থানে কারাগার ভেঙে বেরিয়ে যাওয়ার দায়ে তাদের এ সাজা দেওয়া হয়। আদালতের বিচারক রায় পড়ে শোনানোর সময় কাঠগড়ায় স্থাপিত খাঁচায় বসা মুরসি মুষ্টিবদ্ধ হাত তুলে ধরে বিচার প্রত্যাখ্যান করেছিলেন তখন।

উল্লেখ্য, ‘আরব বসন্ত’ নামে পরিচিত গণজাগরণের ফল হিসেবে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হন মুরসি। তবে তাঁর শাসনামলের এক বছর ঘুরতে না ঘুরতেই বিভিন্ন কারণে গণবিক্ষোভ শুরু হয় এবং বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে ২০১৩ সালের জুলাই মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। একই সাথে তার দল মুসলিম ব্রাদারহুডও নিষিদ্ধ করা হয়।

আরআর

http://ourislam24.com/2016/11/15/%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ