বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কিশোরগঞ্জ-৬ আসনে মাওলানা আতাউল্লাহ আমীনের ব্যাপক গণসংযোগ চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাওলানা যাইনুল আবিদীনের মৌলিক সিরাত গ্রন্থ ‘আমাদের নবীজি’ বাজারে পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা পীর সাহেব চরমোনাইয়ের ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির তীব্র নিন্দা হেফাজতের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় ৩৮০ মৃত্যু : বিআরটিএ সমুদ্রের নিচে গাড়ি চালানো — কল্পনা না বাস্তব? আধিপত্যবাদী শক্তি দেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা করেছে : রিজভী হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

জার্মানিতে ২০০ মসজিদ-বাড়ি-অফিসে পুলিশী অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

garmani2আওয়ার ইসলাম: জার্মানিতে একটি ইসলামপন্থী গোষ্ঠীর সাথে সংশ্লিষ্ট ২০০টিরও বেশি ফ্ল্যাট বাড়ি, অফিস এবং দুটি মসজিদে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। এই গোষ্ঠীটি ইসলামিক স্টেটের জন্য যোদ্ধা সংগ্রহের চেষ্টা করছিল বলে পুলিশ বলছে।

'ট্রু রিলিজিয়ন' (ডিডব্লিউআর) বা 'সত্য ধর্ম' নামের এই গোষ্ঠীটি নিষিদ্ধ করা হয়েছে এবং তারা বহু তরুণকে উগ্রপন্থায় দীক্ষিত করার কাজে রত ছিল বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সন্দেহ করছে।

ভোর বেলা সারা জার্মানি জুড়ে এ অভিযান চালানো হয়। লক্ষ্যবস্তুগুলো ছিল ব্যাডেন -ওয়ার্টেনবার্গ, হামবুর্গ, এবং নর্থ রাইন ওয়েস্টফ্যালিয়ায়।

এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইৎসিয়ের বলেন, এই গ্রুপটি ইসলাম প্রচারের নামে জিহাদি ইসলামপন্থীদের একসাথে করছিল, এবং প্রায় ১৪০ জন তরুণকে উগ্রপন্থায় দীক্ষিত করেছিল - যারা ইরাক ও সিরিয়ায় গেছে।

মন্ত্রী আরো বলেন, তারা ধর্ম পালনে বাধা দেবার জন্য নয়, বরং এর অপব্যবহার রোধ করার জন্যই সংগঠনটি নিষিদ্ধ করেছেন। মন্ত্রণালয় অবশ্য বলছে, এই গোষ্ঠীটি নিজেই কোন আক্রমণ চালানোর পরিকল্পনা করছে এমন কোন আভাস তারা পান নি।

অনুমান করা হয় এ পর্যন্ত প্রায় ৯০০ লোক জার্মানি হয়ে সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেটে যোগ দিয়েছে। তাদের কেউ কেউ যাবার আগে ওই সংগঠনটির সাথে যোগাযোগও করেছে।

জার্মান সরকার বলছে, এই গোষ্ঠীটি জার্মান ভাষায় অনুদিত কোরান বিতরণ করতো, এবং তারা ঘৃণা উস্কে দিয়ে সংবিধান লংঘন করেছে। এ ব্যাপারে গোষ্ঠীটির বক্তব্য পাওয়া যায়নি।

হেস প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পিটার বিউথ বলেন, আমরা উগ্রপন্থীদের বরদাস্ত করবো না। এই সংগঠনটি নিষিদ্ধ করে দেশব্যাপী উগ্রপন্থা ছড়ানোর একটি বড় উৎসকে উচ্ছেদ করা হয়েছে'।

সূত্র: বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ