বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৫ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭


ভারতের হামলায় পাকিস্তানের ৭ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-senaআওয়ার ইসলাম: পাক-ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভিম্বার সেক্টরে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের সাত সেনা নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে- গতকাল (রোববার) শেষ রাতের দিকে ভিম্বার সেক্টরে ভারতীয় সেনারা বিনা উসকানিতে গুলি চালালে পাকিস্তানের এসব সেনা নিহত হয়। ভারতীয় হামলার মুখে পাকিস্তানি সেনারাও উপযুক্ত জবাব দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

এর আগে, পাকিস্তানে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে গত বৃহস্পতিবার তলব করে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত দুই মাসে ভারতীয় সেনাদের গোলাগুলিতে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ১০৭ জন আহত হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চলমান বিক্ষোভ শুরু ও উরি সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার জের ধরে ইসলামাবাদ এবং নয়াদিল্লির মধ্যে সম্পর্ক মারাত্মক উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ