মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

শেষ হলো ভোট এবার ফলাফলের অপেক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

america-vote

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নিবার্চনের ভোটগ্রহণ চলছে দেশটিতে। বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা থেকে বিভিন্ন রাজ্যের ভোটের ফলাফল পাওয়া যাবে। তবে ইতোমধ্যে কয়েকটি জায়গায় ভোটের ফলাফল পাওয়া গেছে।

ইউএস টেরিটরি গুয়াম দ্বীপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে। তবে গুয়ামে জয়ের ফলে কোনো ইলেক্টোরাল ভোট পাচ্ছেন না হিলারি।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, নিউ হ্যাম্পশায়ারের তিনটি এলাকায় গণনা শেষ হয়েছে। এর দু’টিতেই এগিয়ে আছেন হিলারি। একটি এলাকায় এগিয়ে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। কিন্তু, মোট ভোটের হিসেবে ট্রাম্প পেছনে ফেলে দিয়েছেন হিলারিকে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই পদপ্রার্থীর মধ্যে যে তিক্ত লড়াই চলেছে দীর্ঘ প্রচারণা পর্বে, তার শেষ পর্বে ভোটাররা এখন কোন প্রার্থীকে জয়যুক্ত করবে এখন সবার চোখ সেই দিকে।

বিভিন্ন জাতীয় ইস্যুতে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নীতির বেশ কিছু পার্থক্য থাকলেও এবারের লড়াই ছিল মূলত দুই ব্যক্তিত্বের লড়াই। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে প্রকাশিত জরিপে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫০ রাজ্যসহ মোট ইলেক্টরাল ভোটের সংখ্যা ৫৩৮। যার মধ্যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫ জন ও সিনেট সদস্য ১০০ জন। এ নিয়ে মোট ৫৩৫ জন। এছাড়া বিশেষ মর্যাদায় ৩টি ইলেক্টরাল কলেজ ভোট দেয়ার ক্ষমতা রয়েছে রাজধানী ওয়াশিংটন ডিসির।

সব মিলিয়ে ৫৩৮ ইলেক্টরাল কলেজ সদস্য যার অর্ধেক ২৬৯। প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে হলে অর্ধেকের বেশি ইলেক্টরাল ভোট পেতে হবে। সে হিসেবে ২৭০ ইলেক্টরাল ভোট পেলেই কোনো প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ