সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

জাকার্তার গভর্নরের ধর্ম অবমাননা; শহরজুড়ে গণবিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoneshia2

আওয়ার ইসলাম: জাকার্তার গভর্নর বাসুকি চাহাইয়া এহক পুরনামার ধর্মীয় অবমাননার বিরুদ্ধে শুক্রবার গণবিক্ষোভ সংগঠিত হয়। গত জুন মাসে বাসুকি বলেছিলেন, স্কুলের মেয়েদের হিজাব পরা বাদ দিতে হবে। কারণ ওরা ধর্মীয় বিধি মানার জন্য হিজাব পরে না। স্কুলের নিয়ম পালনে হিজাব পরে। হিজাবকে তিনি ন্যাপকিনের সাথেও তুলনা করেন। এ নিয়ে ইতোমধ্যে কয়েক দফা আন্দোলন হয়ে গেছে। এবার তার বিরুদ্ধে কুরআন অবমাননার অভিযোগ উঠেছে।

হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ ইসতিকলাল মসজিদ থেকে প্রেসিডেন্ট ভবন ঘেরাও করতে যায়। এ সময় তাদের নিয়ন্ত্রণ করতে প্রায় ত্রিশহাজার পুলিশ নামানো হয় রাস্তায়। এ ঘটনাকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় ধর্মীয় সংঘাত ছড়াতে পারে বলে আশংকা করছে জনগণ এবং সরকার।

আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে ইসলামিক ডিফেন্ডার গ্রুপ নামে একটি সংগঠন। এটি ১৯৯৯ সাল গঠিত হয়। বাসুকি যখন ২০১৪ সালে প্রথম গভর্নর হন তখন থেকেই এই গ্রুপটি তাঁকে অপসারণ করার জন্য প্রতিবাদ করছে। কারণ, বাসুকি একজন চিনা বংশোদ্ভূূত খ্রিস্টান। তারা বাসুকিকে সরিয়ে সেখানে একজন মুসলমানের নেতৃত্ব চায়। তাদের দাবি, বিশ্বের সর্ববৃহৎ মুসলমান দেশের রাজধানীকে একজন অমুসলিম শাসন করতে পারে না। কুরআনের আয়াত দেখিয়ে তারা বলেন, মুসলমানরা কোন অমুসলিমের দ্বারা শাসিত হতে পারে না।

বাসুকি অবশ্য তার কথার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তার কথাকে ইচ্ছে করেই ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু উক্ত গ্রুপটি তাকে ক্ষমা করতে রাজি নয়। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুসলিম রাজনৈতিক দল নাহদালাতুল উলামা, যাদের সদস্য সংখ্যা প্রায় ৪০ মিলিয়ন, তারা উক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। ইপিআই গ্রুপটি অবশ্য একটু কট্টর মুসলিম রাজনৈতিক দল হিসেবেই পরিচিত। প্রেসিডেন্ট জোকো ইউডোডো সবাইকে শান্ত হতে বলেছেন।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ