বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

মাংস খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র, সবচেয়ে কম বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetআওয়ার ইসলাম: বিশ্বে সবচেয়ে বেশি মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে। একজন মার্কিনি প্রতিবছর গড়ে ১২০ দশমিক ২ কেজি মাংস গ্রহণ করে। অন্যদিকে মাংস সবচেয়ে কম খাওয়া হয় বাংলাদেশে। একজন বাংলাদেশি প্রতিবছর গড়ে মাত্র চার কেজি মাংস খেতে পান। ভারতীয়রাও এর চেয়ে বেশি মাংস খায় (৪ দশমিক ৪ কেজি)।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে মাংস গ্রহণের দিক থেকে শীর্ষ ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন মাংস গ্রহণের ১০টি দেশের কথাও জানানো হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার ২০০৯ সাল পর্যন্ত করা একটি প্রতিবেদনের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। আর এখানে মাংস বলতে যেকোনো প্রাণীর মাংসই বোঝানো হয়েছে।

তালিকা অনুযায়ী মাংস গ্রহণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পর আছে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত। যেখানে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ১১৯ দশমিক ২ কেজি। ক্রম অনুযায়ী শীর্ষ ১০-এ থাকা অপর দেশগুলো হলো—অস্ট্রেলিয়া (১১১ দশমিক ৫ কেজি), বাহামাস (১০৯ দশমিক ৫ কেজি), লুক্সেমবার্গ (১০৭ দশমিক ৯ কেজি), নিউজিল্যান্ড (১০৬ দশমিক ৪ কেজি), অস্ট্রিয়া (১০২ কেজি), ফরাসি পলিনেশিয়া (১০১ দশমিক ৯ কেজি), বারমুডা (১০১ দশমিক ৭ কেজি), আর্জেন্টিনা (৯৮ দশমিক ৩ কেজি)।

এদিকে, মাংস গ্রহণে সর্বনিম্ন দেশগুলো মধ্যে বাংলাদেশের আগে আছে ভারত। দেশটিতে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ৪ দশমিক ৪ কেজি। ক্রম অনুযায়ী অপর দেশগুলো হলো—বুরুন্ডি (৫ দশমিক ২ কেজি), শ্রীলঙ্কা (৬ দশমিক ৩ কেজি), রুয়ান্ডা (৬ দশমিক ৫ কেজি), সিয়েরালিয়ন (৭ দশমিক ৩ কেজি), ইরিত্রিয়া (৭ দশমিক ৭ কেজি), মোজাম্বিক (৭ দশমিক ৮ কেজি), গাম্বিয়া (৮ দশমিক ১ কেজি), মালাওয়ি (৮ দশমিক ৩ কেজি)।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ