শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘নবির অবমাননা করে ফ্রান্স বিশ্বমুসলিমের কলিজায় আঘাত দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের দুটি শহরের দুটি সরকারি ভবনে পুলিশি পাহারায় বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন করে ফ্রান্স মুসলিম বিশ্বের কলিজায় আঘাত দিয়েছে। মুসলমানেরা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদীস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন।

আজ রোববার (২৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্দো এবদোতে ২০১৫ তে এই কার্টুন প্রকাশ করেছিল। সারাবিশ্বে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট জেনেশুনে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এমন গর্হিত কাজ করেছে। তারা ৬০টি মসজিদ বন্ধ করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃদ্বয় জাতিসংঘকে ফ্রান্সের মুসলিমদের নিরাপত্তা ও মসজিদগুলোকে খুলে দিয়ে মুসলমানদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর