শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জন্মান্তরের বিষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজহারুল ইসলাম।।

আমি জন্মেছিলাম নিষ্ঠুর কালো জোৎস্নার এক বিবর্ণ দিনে
জন্মের সময় শুনেছিলাম কবিতার অস্ফুট আর্তনাদ।

সদ্য ভূমিষ্ট হওয়া শিশু
দুঃখ নিংড়ানো পৃথিবীর কতোটুকুই বা বুঝে?

চোখের কোঠরে অমাবস্যার যন্ত্রণা
পাশে অহেতুক জমজমাট ক্যাসিনো, জঞ্জাল মেদহীন আড্ডা ।
কানের পাশে নীলিমা হয়ে উড়ে যায় ব্যাথার ধোয়া।

খোদার এহেন সর্বময়তায়
আমি মৃত্যুর হাসি হাসতে থাকি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ