শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


ইউএনওর ওপর হামলার দায় স্বীকার রবিউলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারকৃত মূল আসামি রবিউল ইসলাম ঘটনার দায়ভার স্বীকার করে বিচারকের কাছে কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

দিনাজপুর ডিবি পুলিশ পরিদর্শক ও এই চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা আবু ইমাম জাফর গতকাল রোববার বিকেল ৪টায় দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মূল আসামি রবিউল ইসলামের বিচারকের কাছে দায়ভার স্বীকার করে কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দির অংশ বিশেষ প্রকাশ করেন। তিনি বলেছেন, ‘এই চাঞ্চল্যকর মামলার গ্রেপ্তারকৃত আসামি রবিউল ইসলাম ঘোড়াঘাট উপজেলা পরিষদের মালি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।’

আবু ইমাম জাফর বলেন, ‘গত জানুয়ারী মাসে ইউএনও ওয়াহিদা খানমের টাকা চুরির অপরাধে তাকে ১ আগস্ট চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই চাকর থেকে বরখাস্ত করার ক্ষোভে ইউএনও ওয়াহিদা খানমের প্রতিশোধ নিতে রবিউল এভাবেই হামলা চালিয়ে ইউএনও এবং তার বাবা ওমর আলী শেখকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে নিজের দায়ভার স্বীকার করে বিচারকের নিকট জবানবন্দি প্রদান করেন।’

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ