শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনায় পাকিস্তানে দুই সংসদ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে দুই সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। পাশাপাশি দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশটিতে ৪ হাজার ৭৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৮২ জন।

বিবিসি বলছে, পাকিস্তানে বুধবার দুইজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের একজন হলেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের আইন প্রণেতা। ৬৫ বছর বয়সী ওই সংসদ সদস্যের নাম মিয়া জামশেদ দিল কাকাখেল। অপরজন হলেন, পাঞ্জাব প্রদেশের শওকত মানজুর চীমা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, পাকিস্তানে এ পর্যন্ত ৮৫ হাজারের বেশি লোক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৭০ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ হাজারের বেশি।

-এটি


সম্পর্কিত খবর