শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


হজ পুনরায় চালু করার বিষয়ে নতুন কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাস পরবর্তী বর্তমান পরিস্থিতিতে ওমরা ও হজ স্থগিতাদেশ জারি রয়েছে। পরবর্তি পরিস্থিতি অনুযায়ী ওমরা চালু করার বিষয়ে আলোচনা অব্যহত থাকবে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদি হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞরা বৈশ্বিক করোনা ভাইরাস মহামারির পরিস্থিতি বিবেচনা করছেন। পরিস্থিতির উন্নতির সাথে সাথেই হজ ও ওমরা বিষয়ে ভালো সিদ্ধান্ত নেয়া হবে।

হজ মন্ত্রণালয় জানায়, করোনাকে জয় করে নাগরিকরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলেও এখনো হজ ও ওমরা পুনরায় চালু করার বিষয়ে নতুন কেনও সিদ্ধান্ত নেয়া হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, আগামী ২১ জুন মক্কার মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে। মসজিদগুলোতে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করে নামাজ আদায় করা হবে। তবে বর্তমান নিয়ম মেনে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় চালু থাকবে।

উল্লেখ্য, সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩১ মে থেকে মক্কা নগরিতে কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছে।

ডেইলি পাকিস্তান ডটকম থেকে আব্দুল্লাহ আফফানের অনুবাদ

-এএ


সম্পর্কিত খবর