শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন ১৫৬৩ জন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই জনগণকে রক্ষা করতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। মাঠ পর্যায়ে ভাইরাসটির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংক্রমিত হচ্ছেন অনেকে। তবুও দমে যাননি। বরং সংক্রমণের পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফের কাজে যোগ দিচ্ছেন তারা।

শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৪ হাজার ৫৪৪ পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ফের কাজে যোগ দিয়েছেন ১ হাজার ৫৬৩ সদস্য।

অর্থাৎ প্রতি তিন জন করোনায় আক্রান্ত পুলিশ সদস্যের মধ্যে একজন সুস্থ হয়েছেন। এই হার ৩৪ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১৫ জন পুলিশ সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সু-চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নির্দেশনায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। আক্রান্ত প্রত্যেক পুলিশের ব্যাপারে তিনি নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

যার ফলে পুলিশ সদস্যদের সুস্থতার হার দ্রুত বাড়ছে। বিপরীতে নতুন করে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ