শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনায় সাবেক যুগ্ম সচিবের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার মৃত্যুর মিছিলে যোগ হলেন সাবেক যুগ্ম সচিব ও মহান মুক্তিযুদ্ধকালীন মুজিববাহিনীর কমাণ্ডার ইসহাক ভূঁইয়া (৭৫)। আজ বৃহস্পতিবার ভোরে তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সরকারি চাকরি ছাড়ার পর রাজনীতিতে সক্রিয় হন ইসহাক ভূঁইয়া। সবশেষ দুটি জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের প্রার্থী ছিলেন তিনি। এর বাইরে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িয়ে ছিলেন আমৃত্যু। ছিলেন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর গ্রামে জন্ম নেওয়া ইসহাক ভূঁইয়া ছাত্রজীবনে ভৈরব হাজী আসমত মহাবিদ্যালয় ছাত্রসংসদের সহ-সভাপতি (ভিপি) ছিলেন। একসময় রাজনীতি ছেড়ে সরকারি চাকরিতে যোগ দেন। ছিলের নাটোরের জেলা প্রশাসক। এছাড়া নানা সময় সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর