শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ফয়েজ আহমদের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্থবির। খাদ্যসহ নানাবিধ সংকটে মানুষ জর্জরিত। করোনায় ক্ষতিগ্রস্ত আলেম-উলামা, অসহায় পরিবার, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানে খাদ্য সামগ্রী, ঘর নির্মান, টিউবওয়েল স্থাপন, সেলাই মেশিন, কুরআন শরীফ বিতরণ ও চিকিৎসা সেবাসহ প্রায় অর্ধ কোটি টাকার সহযোগিতা দিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছেন মদীনাতুল খাইরী আল ইসলামীর চেয়ারম্যান, লন্ডন ইকরা টিভির ভাষ্যকার, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আর্ন্তজাতিক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ফয়েজ আহমদ।

তিনি বিশ্বব্যাপী বাংলা ও ইংরেজী তাফসিরে উসমানী ও তরজুমায়ে শায়খুল হিন্দ লক্ষাধিক মানুষের মাঝে বিতরণ করেন।

বাংলাদেশে এবারের রমজানে তিন হাজার কপি কুরআন শরীফ, একটি মসজিদ নির্মান, চারটি ঘর নির্মান, বিশটি টিউবওয়েল স্থাপন, দশটি সেলাই মেশিন, দুইটি অটো রিকশা, দুইটি গরু জবাই করে গোস্ত, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

এছাড়া মাওলানা ফয়েজ আহমদ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ, তার পরিচালিত মাদরাসা মসজিদের ইমাম, শিক্ষক ও কর্মচারীদের বেতন বিকাশের মাধ্যমে প্রদান এবং তার নিজস্ব মার্কেট ও বাড়ির ভাড়া মওকুফ করেন।

মাওলানা ফয়েজ আহমদ বলেন, যে কোনো দুর্যোগে মানুষের সেবায় কাজ করেছি তেমনি করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা ও অভাবী দুঃখীদের মুখে হাসি ফুটাতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি তিনি আমাকে দিয়ে মানবসেবার কাজ করার ব্যবস্থা করেছেন। আল্লাহ আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

তিনি বলেন, মানুষের দুআয় ও আল্লাহর রহমতে আমৃত্যু মানব সেবার কাজ করে যাওয়ার ইচ্ছা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ