শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


আল্লামা পালনপুরীর মাগফিরাত কামনায় হাটহাজারী মাদরাসায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর রহ. এর রুহের মাগফেরাত কামনায় দারুল উলুম হাটহাজারীর কেন্দ্রীয় বায়তুল করীম জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) আসরের পর মুসল্লিদের নিয়ে সূরা ইয়াসিনের খতমের পর দোয়া পরিচালনা করেন জামিয়ার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় আল্লামা বাবুনগরী বলেন- কওমী মাদরাসা সমূহের মূল কেন্দ্র হলো ভারতের দারুল উলুম দেওবন্দ। আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. সেই দেওবন্দ মাদরাসার শায়খুল হাদীস ছিলেন। তার দরস তাদরিস ছিলো অসাধারণ। তিনি ছিলেন বহু গ্রন্থ প্রণেতা। অনেক উচু মাপের আলেম,বুজুর্গ ব্যক্তি ছিলেন পালনপুরী রহ.। তার মৃত্যুতে যেই শূণ্যতার সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হবে না।

আল্লামা বাবুনগরী মসজিদে অবস্থানরত এ'তেকাফকারীগণ, মুসল্লি ও জামিয়ার ছাত্রদের নিয়ে মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

এ সময় আল্লামা বাবুনগরী আমিরে হেফাজত, জামিয়ার মুহতামিম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর পরিপূর্ণ সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া করেন।

-এএ


সম্পর্কিত খবর