মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

ইসলামী ব্যাংকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যান্ড টেরোরিস্ট ফাইন্যান্সিং’ শীর্ষক কর্মশালা গতকাল মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও বিএফআইইউ এর উপ-প্রধান মো. ইস্কান্দার মিয়া কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডি-ক্যামেলকো ড. মো. কামাল উদ্দিন জসিম। অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণে মো. ইস্কান্দার মিয়া বলেন, ব্যাংকিং খাতে বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য পরিচালনায় মানিলন্ডারিং বিষয়ক অনেকগুলো ঝুঁকি নিহিত। এ সকল ঝুঁকি নিরসনে প্রতিটি ব্যাংকের সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ একদল কর্মী থাকা আবশ্যক যারা অন্তর্নিহিত ঝুঁকিসমূহ দক্ষতার সাথে মোকাবেলা করে ব্যাংকের সুনাম রক্ষায় সচেষ্ট থাকবে।

মোঃ মাহবুব উল আলম সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক দেশীয় ও আন্তর্জাতিক পরামর্শকদের নির্দেশনার আলোকে দেশের ব্যাংকিং খাতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সকল নীতিমালা যথাযথ পরিপালন করছে।

তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে ইসলামী ব্যাংকের দক্ষ ও সুশৃঙ্খল একটি টিম সার্বক্ষণিক সতর্কতার সাথে কাজ করছে। ট্রেড বেজড ও ক্রেডিট বেজড মানি লন্ডারিং প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ