শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


জাতি ধর্ম গোত্র বর্ণ সবাইকে মানব প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খ্রিস্ট ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে গতকাল সকাল সাড়ে দশটায় ‘মুসলিম-হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রীতি পরিষ’ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তারা জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলকে মানব প্রেমে ঐক্যবদ্ধ হওয়ার জানিয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সভাপতি এম.এ ভাসানী।

সমাবেশে বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক পরিষদের সভাপতি, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের সভাপতি আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ আমজনতা পার্টির সভাপতি গোলাম মোস্তফা সরকার, শ্রমিক নেত্রী শাহানা আকতার শীলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক রোকনউদ্দিন পাঠান।

বক্তারা বলেন, মহান সৃষ্টিকর্তা মানবজাতিকে শৃঙ্খলিত করার জন্য যুগে যুগে মহান মনীষীদের প্রেরণ করেছেন পৃথিবীতে। তাদের মাঝে অন্যতম যীশু খ্রিস্ট।

মহান মনিষী যীশুর জন্মবার্ষিকী আজ(২৫ ডিসেম্বর)। তাকে আমরা আজ (সোমবার) স্মরণ করছি এই বলে যে, আমরা বাংলাদেশ তথা বিশ্বকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সবাইকে মানবপ্রেমে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বকে মানুষের বাস উপযোগী করতে হবে। যেখানে থাকবে না হিংসা, বিদ্বেষ, হানাহানি, শোষণ-শাসন, নির্যাতন।

এসএস/


সম্পর্কিত খবর