শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ ।। ৩১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ সফর ১৪৪৭

শিরোনাম :

রাজধানীতে সরকারি সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে বিশেষ ফিকহি মজলিস অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম ইসলামী অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীতে একটি গুরুত্বপূর্ণ ফিকহী মজলিস অনুষ্ঠিত হয়েছে । এতে সরকারি সুকুক ও সামাজিক ব্যবসা নিয়ে প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা পর্যালোচনা করেন দেশের বিজ্ঞ মুফতিয়ানে কেরাম।

গতকাল (১৪ আগস্ট ) বৃহস্পতিবার এ মজলিস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই সরকারি (সভেরিন) সুকুক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামী (CIES)-এর পরিচালক ড. মুফতী ইউসুফ সুলতান। এরপর তার উপর মতামত, আলোচনা ও পর্যালোচনা পেশ করেন উপস্থিত শরীয়াহ বিশ্লেষক ও মুফতীগণ।

সকলের আলোচনায় সরকারি সুকুক বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশের পাশাপাশি সরকারি সুকুকের শরীয়াহ ও গভর্নেন্স বিষয়ে কিছু আপত্তি ও শরীয়াহ ত্রুটি ওঠে আসে, যা উপস্থিত মুফতীগণ সংশোধনযোগ্য মনে করেন। এ সকল শরীয়াহ আপত্তিসমূহের নিরসনের মাধ্যমে সরকারি সুকুক আরো বেশি শরীয়াহবান্ধব ও এদেশের আপামর ইসলামপ্রিয় জনসাধারণের কাছে অধিক গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছাবে বলে তারা মতামত ব্যক্ত করেন।

দ্বিতীয় অধিবেশনে সামাজিক ব্যবসা ও তার ইসলামিক দৃষ্টিকোণ নিয়ে আলোচনা পর্যালোচনা হয়। এ বিষয়ে বিশদ গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করেন আইএফএ কনসালটেন্সির ফাউন্ডার ও ডিরেক্টর মুফতী আব্দুল্লাহ মাসুম। উক্ত প্রবন্ধে প্রচলিত সামাজিক ব্যবসার বিকল্প হিসাবে ইসলামী অর্থনীতিতে সামাজিক ব্যবসার রূপরেখা তুলে ধরা হয়। উপস্থিত মুফতীগণ এর উপর আলোচনা পর্যালোচনা করেন এবং দেশে সামাজিক ব্যবসার ইসলামী বিকল্প প্রসারের উপর গুরুত্বারোপ করেন।

উক্ত ফিকহী মজলিসে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট শরীয়াহ পরামর্শক মুফতী শাহেদ রহমানী, মুফতী আতীকুর রহমান খান, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী মুহাম্মদ উল্লাহ, মুফতী আব্দুল মালেক, মুফতী আরিফুল ইসলাম, মুফতী লোকমান হাসানসহ দেশের স্বনামধন্য বিভিন্ন ফতোয়া বিভাগের দায়িত্বশীল প্রায় ১৫ জন বিজ্ঞ মুফতিয়ানে কেরাম।

আলোচনা শেষে সকলের উপস্থিতিতে মারকাযু দিরাসাতিল ইকতিসাদিল ইসলামীর মুখপত্র 'ত্রৈমাসিক ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্স' পত্রিকার শুভ উদ্বোধন ও মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানটি সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ১:৩০ মিনিটে যোহর সালাতের মাধ্যমে সমাপ্ত হয়।েএমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ