বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ১৬ হাজার ৫০০ জনেরও বেশি শিশু নিহত: পরিসংখ্যান ছাত্র প্রতিনিধিদের দুই উপদেষ্টার পদত্যাগ দাবি স্বাভাবিক বিষয় নয়: হাসনাত নারী কমিশন বাতিলের দাবিতে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ আগামীকাল  দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের আসিফ-মাহফুজ পদত্যাগ না করা পর্যন্ত লড়াই চলবে: ইশরাক মুফতি মিজানুর রহমান সাঈদ আন্তর্জাতিক ইসলামী ফিকাহ একাডেমির সদস্য নির্বাচিত আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ, দুটি মামলায় ৬ দিনের রিমান্ড ওমানের সকল বাসিন্দার জন্য জরুরি নির্দেশনা গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী ১০০টি ট্রাক ফল খালি পেটে খাবেন নাকি ভরা পেটে

গুগল লেন্স-এর জাদুকরী ব্যবহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

গুগল লেন্স গুগল-এর সবচেয়ে সেরা অ্যাপসমূহের মধ্যে একটি। কিন্তু বাংলাদেশের মানুষ এ ফিচার সম্পর্কে খুব একটা জানেন বলে মনে হয় না। অথচ গুগল লেন্স-এর জাদুকরী ব্যবহারের কথা জানলে আপনি অবাক হবেনই। গুগল লেন্স একটি ইমেজ রিকগনিশন সফটওয়্যার। অ্যাপটি তৈরি করা হয়েছিলো মূলত ভিজ্যুয়াল এনালাইসিস এর মাধ্যমে কোনো বস্তু বা অবজেক্ট সম্পর্কে তথ্য প্রদান করার লক্ষ্যে। গুগল লেন্স হলো গুগল সার্চ এর মতোই। তফাৎ এটুকুই, সার্চ করতে হয় টাইপ করে। কিন্তু গুগল লেন্সে সার্চ করতে হয় ছবি দিয়ে।

ছবির তথ্য জানা

ছবিতে বিদ্যমান যেকোনো ধরনের তথ্য, যেমনঃ সাধারণ টেক্সট, বারকোড, কোনো জনপ্রিয় ব্যক্তি, ইত্যাদি সম্পর্কে জানা যাবে গুগল লেন্স অ্যাপ ব্যবহার করে।

টেক্সট কপি করা

কোনো ছবি থেকে কোনো লেখা দেখে দেখে লেখার চেয়ে গুগল লেন্স ব্যবহার করে ছবি থেকে টেক্সট কপি করা অধিক সহজ। যেকোনো লেখার দিকে ক্যামেরা তাক করে ছবি তুলুন। এরপর উক্ত ছবিতে থাকা লেখা সিলেক্ট করে কপি টেক্সট এ ট্যাপ করলে ছবিতে থাকা লেখা কপি হয়ে যাবে।

বারকোড স্ক্যান

বারকোড স্ক্যান করা যাবে গুগল লেন্স অ্যাপ ব্যবহার করে। যেকোনো পণ্যের গায়ে থাকা বারকোড স্ক্যান করতে গুগল লেন্স অ্যাপে প্রবেশ করে উক্ত বারকোডের দিকে ক্যামেরা রেখে লেন্স বাটনে ট্যাপ করলে বারকোড এর তথ্য পেয়ে যাবেন।

লাইভ অনুবাদ

অনুবাদ বা ট্রান্সলেশন হলো গুগল লেন্স এর সবচেয়ে কাজের একটি ফিচার। ১০০টির অধিক ভাষায় সরাসরি যেকোনো লেখা ট্রান্সলেট বা অনুবাদ করা যায় গুগল লেন্স ব্যবহার করে।

অংকের হোমওয়ার্ক

সম্প্রতি গণিতের সমস্যা সমাধানে হোমওয়ার্ক নামে আলাদা একটি ফিচার যুক্ত হয়েছে গুগল লেন্স এ। অ্যাপে প্রবেশ করে হোমওয়ার্ক ট্যাব সিলেক্ট করে যেকোনো অংকের সমস্যার ছবি তুললে তার ধাপে ধাপে সমাধানের উপায় জানাবে গুগল লেন্স।

আর্ট সম্পর্কে তথ্য

আর্টের পেছনের গল্প ও অন্যান্য তথ্য জানতে খুব সহজে গুগল লেন্স অ্যাপ ওপেন করে উক্ত আর্টের দিকে ক্যামেরা রেখে লেন্স বাটনে ট্যাপ করলে উক্ত আর্টের আদ্যোপান্ত জানতে পারবেন।

প্রাণি উদ্ভিদ সম্পর্কে তথ্য

কোনো আর্ট এর পাশাপাশি যেকোনো ধরনের প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে বিশদভাবে জানা যাবে গুগল লেন্সের মাধ্যমে।

পণ্যের দাম জানা

কোনো পণ্যের দাম ও অন্যান্য তথ্য জানা যাবে গুগল লেন্স অ্যাপের মাধ্যমে। অ্যাপ ওপেন করে কোনো পণ্যের ছবি তুলুন। উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত ।

শোনা যায় লেখা

গুগল লেন্স অ্যাপ ব্যবহার করে শোনা যাবে ছবিতে থাকা যেকোনো লেখা। গুগল এর ভয়েস সিনথেসিস সফটওয়্যার ব্যবহার করে এই কাজ সম্পন্ন হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ