স্পর্শ না করে, শুধুমাত্র মনে মনে ভেবেই আইফোন বা আইপ্যাডে বিভিন্ন কাজ করা সম্ভব হবে। এই প্রযুক্তির মাধ্যমে, যা শুনতে খুবই অবিশ্বাস্য মনে হতে পারে, ভবিষ্যতে এমন সুযোগ পাওয়া যাবে। বিশেষত, পক্ষাঘাতগ্রস্ত বা অ্যামিয়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (এএলএস) এর মতো স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিরা এই প্রযুক্তির মাধ্যমে সুবিধা পাবেন।
সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে যে, অ্যাপল নিউরোটেকনোলজি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিঙ্ক্রনের সঙ্গে যৌথভাবে ব্রেন–কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুধু মনে মনে ভেবেই আইফোন বা আইপ্যাডের পর্দায় বিভিন্ন নির্দেশনা দিতে পারবেন।
সিঙ্ক্রনের তৈরি ‘স্টেনট্রোড’ নামের একটি ছোট যন্ত্র ব্যবহারকারীর মস্তিষ্কের মোটর কর্টেক্স–সংলগ্ন শিরায় স্থাপন করা হবে। এটি মস্তিষ্ক থেকে নির্গত বৈদ্যুতিক সংকেত শনাক্ত করবে এবং সেগুলো সফটওয়্যারের মাধ্যমে আইফোন বা আইপ্যাডের জন্য উপযোগী করবে। এর ফলে, ব্যবহারকারীরা হাতের স্পর্শ ছাড়াই আইফোন বা আইপ্যাডে কাজ করতে পারবেন।
বর্তমানে, এই প্রযুক্তি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তি অ্যাপল ও সিঙ্ক্রনের তৈরি স্টেনট্রোড যন্ত্র ব্যবহার করে মনে মনে ভেবে অ্যাপলের ভিশন প্রো হেডসেটের পর্দায় নির্দেশ পাঠাতে সক্ষম হয়েছেন। যদিও কার্সরের গতি এখনো মাউস বা টাচস্ক্রিনের মতো নয়, তবে তিনি পর্দায় প্রয়োজনীয় অপশন বেছে নিতে সক্ষম হয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে
এনএইচ/