বাড়িতে থাকলে ইন্টারনেট ব্যবহারের জন্য ওয়াই-ফাই রয়েছে। কিন্তু বাইরে গেলে ফোনের ইন্টারনেটই ভরসা। তবে বেশিরভাগ সময়ই ফোনের ইন্টারনেটের গতি কমে যায়। খুব ধীরে ইন্টারনেট কাজ করলে বুঝতে হবে, আপনার মোবাইলে কোনো সমস্যা হচ্ছে।
তবে তার জন্য ফোনটিকে দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। আপনি বাড়িতেই কয়েকটি সেটিংস পরিবর্তন করে নিলেই ঠিক হয়ে যাবে সমস্যা। জেনে নিন সেই উপায়গুলো-
১. ফোনটি বন্ধ করে পুনরায় চালু করুন। কখনো কখনো, ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। তাই যদি আপনার ফোনে মোবাইল ডেটার স্পিড ধীর হয়, তবে প্রথমে আপনার ফোনটি রিস্টার্ট করে নিন।
২. ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করুন। এর জন্য প্রথমে আপনার ফোনের সেটিংস-এ যান। তারপরে নেটওয়ার্ক এবং ইন্টারনেট > মোবাইল নেটওয়ার্কে যান। আপনার নেটওয়ার্ক মোড ৪জি বা ৫জি-তে সেট করা আছে। আপনার নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি-তে সেট করা থাকলে, এটিকে ৪জি বা ৫জি-তে পরিবর্তন করুন। এতে আপনার ইন্টারনেটের সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩. ফোন আপডেট করুন। সফটওয়্যার আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করা গুরুত্বপূর্ণ। যদি বার বার আপডেট আসার পরেও তা এড়িয়ে যান, তাহলে এই অভ্য়াস একেবারে ছেড়ে দিন। আপডেট আসলে সেটিকে সঙ্গে সঙ্গে করে নিন।
৪. ফোনের অপ্রয়োজনীয় ফাইলগুলোকে মুছে ফেলতে হবে। সব সময় নেটওয়ার্কের সমস্যা হয় না। অনেক সময় ফোনের স্টোরেজ ভর্তি থাকলেও এই ধরনের সমস্যা দেখা দেয়।
৫. ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। যখনই ফ্লাইট মোড অন করেন, তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায় কাজে লাগাতেই পারেন।
বিনু/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              _medium_1759904896.jpg)