রবিবার, ১৩ জুলাই ২০২৫ ।। ২৯ আষাঢ় ১৪৩২ ।। ১৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
একদিনে আরও ৪২০ জন ডেঙ্গু আক্রান্ত, একজনের মৃত্যু আড়াই বছরে পূর্ণ কুরআন হাতে লিখল ভারতীয় শিশু  এবার কোনো হজযাত্রীকে কাঁদতে হয়নি: ধর্ম উপদেষ্টা জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার চালু করতে আইনি নোটিশ ‘আমাকে বলা হচ্ছিল জুলাইয়ের প্রথম শহীদ, বাধ্য হয়ে ভিডিওবার্তা দিই’ মিটফোর্ড হত্যাকাণ্ড জাহিলিয়াতকে হার মানিয়েছে: ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশন রুপনগর থানার শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত এরদোয়ান কি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন? ৪৯৭৮ হাজিকে ফেরত দেওয়া হচ্ছে বেঁচে যাওয়া টাকা কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়: জামায়াত আমির

ফেসবুকে কারও পোস্ট দেখতে না চাইলে কী করবেন ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

অনেক সময় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও ফেসবুকে কিছু মানুষকে বন্ধু তালিকায় রাখতে হয়। যাদের অপ্রাসঙ্গিক ও অবাঞ্ছিত পোস্ট নিয়মিত বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেও বন্ধু তালিকা থেকে তাদের বাদ দেওয়া যায় না।

এ ক্ষেত্রে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা নির্দিষ্ট ব্যক্তিকে আনফলো করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। এতে করে সেই ব্যক্তি বন্ধুতালিকায় থাকলেও তার কোনো পোস্ট ফেসবুকে দেখা যাবে না। শুধু তা–ই নয়, আনফলো করার বিষয়টিও জানতে পারবেন না।

আনফলো দুইভাবে করা যেতে পারে। চলুন কীভাবে করবেন জেনে নেওয়া যাক:

১. নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুকে প্রবেশ করতে হবে।

২. তারপর ওপরের ডান দিকে থাকা তিনটি রেখা মেনুতে ট্যাপ করতে হবে।

৩. এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ মেনুতে ট্যাপ করে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।

৪. এবার ‘প্রেফারেন্স’–এর নিচে থাকা ‘নিউজ ফিড’ নির্বাচন করে ‘আনফলো’ অপশনে ক্লিক করলেই নিচে বন্ধুতালিকায় থাকা সবার নাম দেখা যাবে। সেখান থেকে কাঙ্ক্ষিত ব্যক্তির নামের পাশে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

৫. এরপর সেই ব্যক্তির প্রোফাইল দেখা যাওয়ার পর নামের পাশে থাকা আনফলো বাটনে ক্লিক করতে হবে।

দ্বিতীয় পদ্ধতিটি হলো নির্দিষ্ট ব্যক্তির ফেসবুক প্রোফাইলে গিয়ে তাকে আনফলো করা। এ জন্য প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ডস বাটনে ট্যাপ করতে হবে। তারপর প্রদর্শিত অপশন থেকে আনফলো বাটন নির্বাচন করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ