শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

গুগল ফটোজ শেয়ার করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ছবি স্টোর করার জন্য বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় গুগল ফটোজ। এটি মূলত একটি ক্লাউড সার্ভিস। ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য অনেকেই গুগল ফটোজ ব্যবহার করেন। সহজ ও বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকায় অ্যাপটি বেশ জনপ্রিয়। গুগল ফটোজের মেমোরিজে তারিখ বা বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট একাধিক ছবি থাকে।যা শেয়ারও করা যায়। মেমোরিজে পুরোনো ছবি স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে।

তবে কখনো কখনো মেমোরিজের ছবির ক্রম বদলের প্রয়োজন হয় বা কোনো কিছু যোগ অথবা বাদ দেওয়ার প্রয়োজন হয়। আবার অনেকেই মেমোরিজের সুন্দর শিরোনামও দিতে চান। তবে সেটা কিভাবে করবে তা অনেকেই জানেন না। তাই আজকের প্রতিবেদনে সেই পদ্ধতিই জানানো হবে। তাহলে চলুন গুগল ফটোজের মেমোরিজ সম্পাদনা করার পদ্ধতি দেখে নেওয়া যাক:

১. প্রথমেই স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করতে হবে।

২. তারপর নিচে বিভিন্ন অপশন দেখা যাবে।

৩. সেখান থেকে মেমোরিজ অপশনটি নির্বাচন করতে হবে।

৪. পরের পেজে তারিখ ধরে বা বিষয় অনুসারে আগের সাজানো ছবির মেমোরিজের তালিকা দেখা যাবে।

৫. যে মেমোরিজ সম্পাদনা করবেন, সেটিতে ট্যাপ করতে হবে।

৬. এবার ওপরে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে এডিট অপশন নির্বাচন করতে হবে।

৭. এরপর টাইটেল বক্সে মেমোরিজের শিরোনাম পরিবর্তন করা যাবে।

৮. আবার ছবির ওপর থাকা ক্রস চিহ্নে ট্যাপ করলে সেই ছবি বাদ দেওয়া যাবে।

৯. নতুন ছবি যোগ করতে অ্যাড ফটোজে ট্যাপ করে ছবি যোগ করতে হবে।

১০. সম্পাদনা শেষ হলে ওপরে বাঁ দিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করবেন।

১১. এরপর শেয়ার আইকনে ট্যাপ করে বিভিন্ন মেসেজিং অ্যাপে শেয়ার করা যাবে।

১২. এ ছাড়া মেমোরিজের লিংকও কপি করে শেয়ার করা যাবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ