সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

বৃষ্টির দিনে সেরা ওয়াটারপ্রুফ স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্ষাকাল শুরু হয়েছে। এই সময়ে স্মার্টফোন ভিজে যাওয়ার সমস্যায় অনেকেই পড়েন। তাই এখন ফোন কিনলে ডিভাইসটি ওয়াটারপ্রুফ কিনা তা ক্রেতারা দেখে নেন।

স্যামসাং, মটোরোলা এবং অ্যাপলের একাধিক ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন রয়েছে। এগুলোর আইপি রেটিং খুবই ভালো। পানি, ধুল-বালি থেকে ফোনের গুরুত্বপূর্ণ পার্টসগুলো সুরক্ষিত রাখে। পাশাপাশি এতে ৫০ মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। কোন কোন স্মার্টফোন রয়েছে তালিকায় এবং সেগুলোর স্পেসিফিকেশন কী আসুন জেনে নেওয়া যাক।

মটোরোলা এজ ৫০ প্রো ৫জি

সদ্য লঞ্চ হয়েছে মটোরোলা এজ ৫০ প্রো। এতে পাবেন ৮ জিবি ব়্যাম ও ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। স্মার্টফোনে আইপি৬৮ রেটিং রয়েছে। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে যুক্ত এই ৫জি ডিভাইসে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ৫০,মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাবেন। সঙ্গে থাকছে শক্তিশালী ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং।

স্যামসাং গ্যালাক্সি এস ২৪ আলট্রা

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। হাই-এন্ড ফিচার্স রয়েছে এতে। ১.৫ মিটার পানির নিচে ১.৫ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে এই স্মার্টফোন, এমনটা দাবি করেছে স্যামসাং। আইপি৬৮ রেটিংয়ের সঙ্গে এটি একটি সেরা ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন বলা যেতে পারে। ফোনের সামনে রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ব্যাকে পাবেন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, ১০ মেগাপিক্সেল ও ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।

এছাড়াও স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর রয়েছে স্মার্টফোন। দ্রুত গতির চিপসেট থাকায় এই স্মার্টফোনে যতখুশি ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া ও গেমিং করতে পারবেন। ব়্যাম রয়েছে ১২ জিবি এবং ইন্টার্নাল স্টোরেজ ১ টিবি। রয়েছে ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিং ফিচারও।

অ্যাপল আইফোন ১৪

অ্যাপল আইফোন ১৪ সিরিজও দুর্দান্ত ওয়াটার রেসিসট্যান্ট স্মার্টফোন। আইপি রেটিং ৬৮। কোম্পানির দাবি অনুযায়ী, ৬ মিটার পানিতে ১.৫ ঘণ্টা সচল থাকতে পারে এই স্মার্টফোন। হাই স্পিড ও অ্যাপেলের নিজস্ব এ১৫ প্রসেসরের পাশাপাশি ফোনের সামনে ও পেছনে দুই জায়গাতেই রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। ব্যাকে আরও একটি ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। আইফোন ১৪ এর ডিসপ্লে ৬.১ ইঞ্চির ওলিড প্যানেল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ