শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৬ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

৫ লক্ষণে বুঝবেন পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাধারণত স্মার্টফোন চার্জ দিতেই নিয়মিত পাওয়ার ব্যাংক ব্যবহার করেন। শুধু স্মার্টফোন না, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ করতে পাওয়ার ব্যাংকটিকে ব্যবহার করেন। কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়ার ব্যাংকটি ঠিক আছে কি না সে বিষয়ে আমরা খেয়াল করি না। একটি খারাপ পাওয়ার ব্যাংক আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। তাই পাওয়ার ব্যাংক পুরনো হয়ে গেলে তার দিকে নজর রাখতে চেষ্টা করুন।

পাওয়ার ব্যাংকে কিছু লক্ষণ দেখা গেলে, সঙ্গে সঙ্গে তা ঠিক করার চেষ্টা করুন। নাহলে ঠিক যে সময় আপনি আপনার ফোনটিকে পাওয়ার ব্যাংকের সাহায্যে চার্জ করছেন, যে কোন সময় সেটা ফেটে যেতে পারে। ফলে পাওয়ার ব্যাংক তো যাবেই, সঙ্গে ফোনটাও নষ্ট হয়ে যাবে। কয়েকটি লক্ষণেই বুঝে নিতে পারবেন আপনার পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যাচ্ছে-

অতিরিক্ত গরম হওয়া: যদি পাওয়ার ব্যাংক ব্যবহার বা চার্জে দেওয়ার সময় অতিরিক্ত গরম হয়, তাহলে তা সঙ্গে সঙ্গে চার্জ থেকে খুলে রাখুন। আর কিছুক্ষণের জন্য ওভাবেই রাখুন। বালিশ বা বিছানার উপর রাখবেন না। এতে আরও বেশি গরম হয়ে যেতে পারে। যে কোনো টেবিলের উপর রাখুন। ১৫ মিনিট পরেও যদি দেখেন যে, কোনোভাবেই ঠাণ্ডা হচ্ছে না। তাহলে তা আর ব্যবহার না করাই ভাল।

কম চার্জিং: যদি পাওয়ার ব্যাংক আগের থেকে কম চার্জ হয়, তাহলে পাওয়ার ব্যাকআপ পারফরমেন্স ভাল হয় না। খারাপ পোর্ট বা ক্যাবল ইত্যাদির কারণেও চার্জিং সমস্যা হতে পারে। এটি ঘটলে এটি ব্যবহার করবেন না।

লিকেজ/লিকিং: যদি পাওয়ার ব্যাংক লিক হয় বা কিছু লিক হয়, তাহলে সমস্যা হতে পারে। পাওয়ার ব্যাংকের জন্য এটাও একটা বড় বিপদ। এমন অবস্থায় বৈদ্যুতিক শক লাগতে পারে বা অন্য কোনো ক্ষতি হতে পারে।

বাজে গন্ধ: যদি পাওয়ার ব্যাংক থেকে প্লাস্টিকের পোড়া বা গলে যাওয়ার মতো গন্ধ হয়, তবে এটি ত্রুটির লক্ষণ। এমন অবস্থায় পাওয়ার ব্যাংক ব্যবহার করবেন না, কারণ এতে আগুন লাগার আশঙ্কা থাকবে।

পাওয়ার ব্যাংক ফুলে যাওয়া: যদি পাওয়ার ব্যাংকটিকে ফোলা দেখায়, তাহলে তা আর ব্যবহার করবেন না। আর ভুল করেও চার্জে বসাবেন না। তাতে যখন তখন আগুন লেগে যেতে পারে।

সূত্র: লাইফওয়্যার

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ