বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলনের সাথে সমমনা ইসলামি দলসমূহের বৈঠক অনুষ্ঠিত কুরআনের মহব্বত থেকেই আমার রাজনীতিতে আসা: শায়খ নেছার আহমদ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আখতার হোসেন ৪৯ অনুচ্ছেদ সংশোধন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ নাশরুস সীরাহ’র সীরাত প্রতিযোগিতা, চলছে ফ্রি রেজিস্ট্রেশন ঢাকায় জাতিসংঘের কার্যালয়: তীব্র নিন্দা ধর্মীয় নেতাদের মহাসমাবেশে আসার পথে আহত কর্মীদের দেখতে হাসপাতালে শায়খে চরমোনাই  ইবনে শাইখুল হাদিস এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি পবিত্র আশুরা উপলক্ষে বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল

 অমর একুশে বই মেলায়‌ আসছে 'স্বপ্ন উড়াই মেঘের ভেলায়'


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
তানবিরুল হক আবিদ

তানবিরুল হক আবিদ বিশেষ প্রতিবেদক 

অমর একুশে বইমেলা—২০২৫ এ আসছে তরুণ ছড়াকার মুহাম্মদ শেখ মূসার রচিত শিশু-কিশোর ছড়ার বই 'স্বপ্ন উড়াই মেঘের ভেলায়'। পাওয়া যাবে ম্যাগাজিন স্টলে। বইটি প্রকাশিত হয়েছে পদ্মাবতী ডট কম থেকে।

শিশু-কিশোর ম্যাগাজিন "মাসিক নকিব" সম্পাদক জিয়াউল আশরাফ বইটি সম্পর্কে মন্তব্য করে বলেন,
‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’ বই নিয়ে তেমন কিছু বলার নেই। মুহাম্মদ শেখ মূসা সময়ের প্রথিতযশা ছড়াকার। লিখছেন বহুদিন ধরে। ‘স্বপ্ন উড়াই মেঘের ভেলায়’ বইয়ে তার বাছাই করা অসাধারণ কিছু ছড়া স্থান পেয়েছে। ছড়াগুলো পড়লেই স্বপ্ন ভেলায় উড়ে যায় মন। প্রতিটি শিশু-কিশোর ও পাঠকের হৃদয়ে তাল-লয় ও ছড়া-ছন্দের ঢেউ তুলবে।

নতুন দিনের গল্প—ছড়ায় যেমন লিখেছেন—
আমরা তরুণ অরুণ হয়ে
উঠলে জেগে পুবে
নতুন করে হাসবে ভুবন
সকল আঁধার ডুবে। 

আরেকটি ছড়ায় লিখেছেন—
আঁকতে পারি মায়ের ছবি
গাঁয়ের ছবি 
আঁকতে পারি দেশ,
আঁকতে পারি স্বপ্ন-আশা
ভালোবাসা 
হৃদয়ে বাংলাদেশ। 

স্বপ্ন উড়াই মেঘের ভেলায়, বইয়ের সব ছড়া পাঠকের ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রতিটি ছড়া খুব যত্নসহকারে লেখা। ছড়ার ছন্দের উপর শেখ মূসার হাত যথেষ্ঠ পাকা। ছন্দ নিয়ে প্রচুর জানাশোনা আছে তার। যা বইয়ের প্রতিটি ছড়ায় প্রমাণ পেয়েছি।
বইটি ছড়া সাহিত্যের মানকে উন্নত করবে, কালজয়ী ছড়া সাহিত্যে স্থান পাবে। সেই সাথে সকল পাঠক বইটি পড়ে তৃপ্তি পাবেন এটা বলতে পারি।
বইটির লেখক ও প্রকাশককে আন্তরিক মোবারকবাদ জানাই। সামনে আরো নতুন নতুন ছড়ার বই আসুক। ছড়ায়-ছড়ায় জেগে উঠুক আমাদের তরুণেরা।
আমি বইটির ব্যাপক প্রচার ও পাঠকপ্রিয়তা কামনা করছি।

বইটির লেখক তরুণ স্বপ্নবিলাসী ছড়াকার মুহাম্মদ শেখ মূসা জন্মেছেন গোপালগঞ্জের  স্নিগ্ধ-শান্ত নিরিবিলি পরিবেশে।  সবুজ শৈশব আর দুরন্ত কৈশোরের দিনগুলো কেটেছে গ্রামীণ নির্মল আলো বাতাসে। 
'স্বপ্ন উড়াই মেঘের ভেলায়' তাঁর প্রথম শিশু-কিশোর  ছড়ার বই। পাঠকের দস্তরে তুলে দিতে যাচ্ছেন এবারের একুশে বই মেলায়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ