শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ ।। ৯ মাঘ ১৪৩২ ।। ৪ শাবান ১৪৪৭

শিরোনাম :
ভোটে লড়ছেন আমিরসহ খেলাফত আন্দোলনের ৮ প্রার্থী এবার সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য জামায়াত প্রার্থী আমির হামজার সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে জকিগঞ্জে গণসংযোগ একজন তো দিল্লি গেছে, আরেকজন তো কিছু হলেই পিণ্ডি চলে যায় : তারেক রহমান ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট : প্রধান উপদেষ্টা উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী বানাতে চাই : জামায়াত আমির ইসলামি দলের শীর্ষ নেতারা কে কোথায় থেকে কাদের সঙ্গে লড়ছেন ইসলামী আন্দোলনের সাথে জামায়াতের যা ঘটলো, এর জন্য আসলে দায়ী কে? হারামাইনে যারা জুমার নামাজ পড়াবেন, নির্বাচনী জনসভা মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতায় সমঝোতা ভেঙে গেছে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, লক্ষ নিয়ে অস্পষ্টতা থাকলে পথচলা যায় না। নির্বাচন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অনুসৃত হবে সেই বিষয়ে পরিষ্কার ও স্পষ্ট কোনো ধারণা ও অবস্থান নিতে ব্যর্থতার কারণেই বৃহত্তর রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত কাজ করে নাই। বিশেষত সমঝোতার একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতা আরও বৃদ্ধি করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অনুসরণে কোন দ্বিধা করে না; বরং গর্বের সাথে উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও আমরা উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের জন্য জনতার দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যাবো। সেই লক্ষেই সবাইকে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলনের আমির বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনার জনতার মতামত প্রয়োগের একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগকে নির্বিঘ্নে কাজ লাগাতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা সিদ্দিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ