বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৮ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


১২ তারিখ খেজুর গাছের মহাবিপ্লব ঘটবে ইনশাআল্লাহ: মুফতি মনির কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন ১২ তারিখে খেজুর গাছ প্রতীকের পক্ষে গণমানুষের মহা বিপ্লব ঘটবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতীক বরাদ্দের পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

মুফতি মনির কাসেমী বলেন, ‘দীর্ঘদিন  ধরে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জুলুম, নির্যাতন ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ, ১২ তারিখ খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জনগণ তাদের নীরব প্রতিবাদকে মহা বিপ্লবে রূপান্তর করবে।’

তিনি আরও বলেন, ‘খেজুর গাছ কোনো সাধারণ প্রতীক নয়—এটি ধৈর্য, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই প্রতীকের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মানুষের হারানো অধিকার ফিরে আসবে। আমরা কারও বিরুদ্ধে নই, আমরা অন্যায়ের বিরুদ্ধে।’

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘কেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো এবং শান্তিপূর্ণভাবে ভোট আদায়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিজয় আমাদের খুব কাছেই—শুধু ঐক্য ও নিষ্ঠার প্রয়োজন।’

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘খেজুর গাছের জয় হোক’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’সহ নানা স্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ