ঢাকা-১৯ আসনে বিএনপি জোটের মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর সঙ্গে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা জেলা উত্তরের নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বাদ জোহর সাভার ব্যাংক কলোনির দেওয়ান ইদ্রিস ভিলাতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জমিয়ত ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি আমিনুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীর সঞ্চালনায় প্রধান অতিথি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
প্রধান বক্তা জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা, যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।
বিশেষ বক্তা জমিয়ত ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক ও সাভার থানা সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।
বক্তব্য রাখেন জমিয়ত ঢাকা জেলা উত্তরের উপদেষ্টা প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, উপদেষ্টা মাওলানা মকবুল হোসাইন রাজফুলবাড়িয়া, জমিয়ত সাভার থানার সভাপতি মুফতি আলী আশরাফ তৈয়ব, মাওলানা নোমান কাসেমী যাদুরচর, মুফতি আব্দুল বারী আমিনবাজার, আশুলিয়া থানা জমিয়তের সভাপতি মুফতি হুমায়ুন সাঈদ ও সাধারণ সম্পাদক মুফতি মাঈনুদ্দীন ফরাজী, মুফতি ফেরদাউস মাহমুদ, মাওলানা হাবিবুল্লাহ আশরাফ, মাওলানা বজলুর রহমান বাদশাহ, মাওলানা রুহুল আমিন বিরুলিয়া, মাওলানা লুৎফুর রহমান কাউন্দিয়া, মুফতি আনিসুর রহমান সাঈদ ভাকুর্তা, মুফতি মারজানুল বারী সিরাজী, মাওলানা নাফিস জিলানী, মাওলানা মামুনুল হাসান গণীপুরী, মুফতি এহসান বিন মুহসিন প্রমুখ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা ধানের শীষের প্রার্থী ডা. সালাউদ্দিন বাবুকে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
আরএইচ/