রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ভোটের মাঠে আল্লামা সাঈদীর দুই ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে এবার পিরোজপুরের দুটি আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের এই প্রতিদ্বন্দ্বিতা জেলার ভোটের মাঠে ভিন্ন এক আমেজ এনে দিয়েছে। 

পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। মনোনয়ন বৈধ ঘোষণার পর থেকেই এ তিন উপজেলায় তার রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হয়েছে। স্থানীয়ভাবে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়িয়েছেন তিনি।

অন্যদিকে পিরোজপুর-২ আসনে (নেছারাবাদ-কাউখালী-ভান্ডারিয়া) জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন পিরোজপুর-১ আসন থেকে ২০১৮ সালে জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করা আরেক পুত্র শামীম সাঈদী। এ আসনেও তার প্রচারণা ধীরে ধীরে গতি পাচ্ছে। স্থানীয় পর্যায়ে সংগঠনিক শক্তি পুনর্গঠন এবং ভোটারদের কাছে পৌঁছাতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পিরোজপুর অঞ্চলে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার একটি সুসংগঠিত আদর্শভিত্তিক ভোটব্যাংক রয়েছে। বিশেষ করে পিরোজপুর-১ আসনে ধর্মীয় ও সামাজিক প্রভাব তুলনামূলকভাবে বেশি হওয়ায় মাসুদ সাঈদীর জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ