শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জোট নয়, একাই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ আল্লাহ-রাসুলের পথে চলতে অভিনয় ছাড়লেন চিত্রনায়িকা মৌ খান নারায়ণগঞ্জে যুব মজলিসের নগর সম্মেলন অনুষ্ঠিত হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা মুন্সীগঞ্জে কোরআন পোড়ানোর অভিযোগে মধ্যরাতে উত্তেজনা, যুবক গ্রেপ্তার ভারতের কর্ণাটকে হিজাব পরায় হেনস্থার শিকার মুসলিম ছাত্রীরা নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার নতুন প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার বিষয়ে রাতে সিদ্ধান্ত  ‘জিনের বাদশাহ’ সেজে  হাতিয়ে নেন ১২ লাখ টাকা মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক যুগলের মৃত্যু

নারায়ণগঞ্জে যুব মজলিসের নগর সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারাণগঞ্জে যুব মজলিসের নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে নগরীর আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস  নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান এর সঞ্চালনায় নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয়, আধুনিকতার অপব্যাখ্যা এবং ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুতির কারণে সমাজ আজ নানা সংকটে। তরুণদের ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে এবং নেতৃত্বগুণ বিকাশ ঘটাতে খেলাফত যুব মজলিস কাজ করছে।

তিনি আরো বলেন, আমরা কোনো ব্যানারকে প্রমোট করার জন্য কাজ করি না, বরং আমরা কাজ করি ইসলামের সার্থে।

সভাপতির বক্তব্যে মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমান বলেন, কোনো ব্যক্তি আকর্ষণের জন্য নয় বরং  আমরা সংগঠন করি শুধুমাত্র আল্লাহর জন্য, আর আমরা চাই তরুণরা আদর্শিক জীবনে ফিরে আসুক। ইসলামই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে দায়িত্ব নিতে হবে।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা  মোশাররফ হোসাইন লাবীব, বাংলাদেশ  খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সহ-সভাপতি মাওলানা মীর আহাম্মদুল্লাহ, , নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আল আমিন বাকির, , নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এর  সভাপতি মো মিজানুর রহমান, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মেহেদী হাসান শিকদার,  স্কুল কলেজ বিষয়ক সম্পাদক আহমেদ মুরসালিন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক কাজী ইমাম হোসেন ইলাত, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো রাকিবুল ইসলাম।

বক্তারা বলেন, সমাজে নৈতিক অবক্ষয়, যুবসমাজের বিপথগামিতা ও মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা তৈরিই এ সম্মেলনের মূল লক্ষ্য। তরুণদের গঠনমূলক ও ইতিবাচক কাজে যুক্ত করতে সংগঠন ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।

সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি মুফতী রশিদ আহমাদ ও মো নুরে আলম, বাইতুল মাল সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সদস্য হাফেজ শরিফুল হাসান, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি রফিকুল ইসলাম, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক হাজী লিয়াকত হোসেন, প্রচার বিভাগের সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, আমেলা সদস্য মাওলানা আল আমিন মাহমুদ ও জাবেদ আলী, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সাদ, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি,স্কুল কলেজ বিষয়ক সম্পাদক হাসিফুল ইসলাম ও প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিবসহ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ