শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস: মানবতার হাতে হাত রাখা এক আলোকযাত্রা তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে ইসির অনুরোধ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফের পক্ষে মোটরসাইকেল শোডাউন যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়নে আস-সুন্নাহর কর্মশালা শুরু ‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জেগে উঠেছে: ইবনে শাইখুল হাদিস নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফের পক্ষে মোটরসাইকেল শোডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা) আসনে রিকশা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফের পক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুমা এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা সদর থেকে শুরু হওয়া শোডাউনটি ভেড়ামারা হয়ে সন্ধ্যায় মিরপুর ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয়।

তিন শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

শোডাউন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি ও কুষ্টিয়া–৩ (সদর–ইবি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল লতিফ খান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন—জনগণের আস্থা ও নৈতিকতার রাজনীতি প্রতিষ্ঠায় রিকশা মার্কার প্রার্থীরাই যোগ্য। কুষ্টিয়া–২ আসনে আরিফুজ্জামান আরিফ ভাই একজন সৎ, নীতিবান ও জনগণের কল্যাণে নিবেদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।

সমাবেশে নিজের স্বপ্ন, পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য দেন কুষ্টিয়া–২ আসনের রিকশা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ। তিনি বলেন— এই এলাকার মানুষই আমার শক্তি। আমি রাজনীতি করি সেবা, দায়িত্ব ও আমানতদারিত্বের ভিত্তিতে। জনগণের অধিকার রক্ষা, এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি—এগুলোই আমার প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন—রিকশা মার্কা শুধু একটি প্রতীক নয়—এটি সৎ নেতৃত্ব, ন্যায়বিচার ও জনসেবার প্রতিশ্রুতি। আপনাদের ভালোবাসা, আস্থা ও দোয়া আমাকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে কুষ্টিয়া–২ আসনকে দুর্নীতিমুক্ত উন্নয়নের দৃষ্টান্তে পরিণত করব।

সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, তরুণ ভোটার ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। বক্তারা সবাইকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ