শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
রিকশাচালকদের জীবনযাত্রার মান উন্নয়নে আস-সুন্নাহর কর্মশালা শুরু ‘সুস্থ তারুণ্যই সামাজিক অবক্ষয় রোধ করতে পারে’ খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জেগে উঠেছে: ইবনে শাইখুল হাদিস নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ মুন্সিগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের মোটরসাইকেল শোডাউন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেলেন ১২৯ বাংলাদেশি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর ‘মিট দ্যা প্রেস’ ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিসের সমাবেশ ও র‌্যালি

ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬–১৭ বছরের সংগ্রামের পর দেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সময় জনগণের স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের। শুক্রবার (৫ ডিসেম্বর) চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে চতুর্থ দিনের গণসংযোগের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের ত্যাগ, শহীদদের রক্ত এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতেই বিএনপি আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। তার দাবি, সামনে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই দলের মূল লক্ষ্য।

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি সরকার পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য কৃষি কার্ড চালু হবে, ন্যায্য দামে বীজ ও সার দেওয়া হবে এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। পাশাপাশি সব নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যাতে কেউ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করে। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে দেওয়া হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে। এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

তার দাবি, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন তার গণসংযোগে এলাকাবাসীর ঢল নামে। পথসভায় ভক্তরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ