শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ।। ২০ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে বাংলার মাটিতে জেগে উঠেছে: ইবনে শাইখুল হাদিস নোয়াখালীতে ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ মুন্সিগঞ্জ-২ আসনে কে. এম. বিল্লালের মোটরসাইকেল শোডাউন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেলেন ১২৯ বাংলাদেশি ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর ‘মিট দ্যা প্রেস’ ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিসের সমাবেশ ও র‌্যালি মহাকাশ থেকে তোলা ছবিতে ধরা পড়ল কাবাঘরের জ্যোতি মাদারিসে কওমিয়া সমাজ বিচ্ছিন্ন কোনো কারিকুলাম নয় এবারের নির্বাচন ইসলামি হুকুমত কায়েমের আন্দোলন: শায়খে চরমোনাই

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খেলাফত মজলিসের সমাবেশ ও র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। অথচ সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা। পেশীশক্তি ও কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, সংবিধান সংস্কারে গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত না হলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভূলুণ্ঠিত হওয়ার শংকা রয়েছে। জনআকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণের বিরুদ্ধে যারাই অবস্থান গ্রহণ করবে জনগণ গণভোটে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমরা অবিলম্বে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।

শুক্রবার (৫ ডিসেম্বর) খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন।

শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান।

ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক মো আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ ও র‌্যালীতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, মহানগরী সহসভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, ড. মাওলানা মারুফ বিল্লাহ, মুহাম্মদ গিয়াসউদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া, এনায়েত রাব্বি একরাম,  ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহাদাত হোসেন প্রমূখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা হয়ে দক্ষিণ গেটে শেষ হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ