বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫ ।। ১৮ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৭


কড়াইল বস্তিতে খেলাফত মজলিসের ফ্রি মেডিকেল ক্যাম্প 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মো. এমদাদুল হক মঙ্গলবার (২ ডিসেম্বর) সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা প্রদান করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার রিফাত হোসেন মালিক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আরিফুল ইসলাম, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান, ঢাকা মহানগরী উত্তর নির্বাহী সদস্য মাওলানা মোতালেব খান, পল্লবী থানা সহ-সভাপতি জহিরুল ইসলাম সাগর প্রমুখ। 

চিকিৎসক নেতৃবৃন্দ কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রসঙ্গত, সম্প্রতি এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটে কড়াইল বস্তিতে। এতে শত শত কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ