মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ  ধর্মের নামে বাংলাদেশে আর রাজনীতি করা চলবে না: জয়নুল আবদিন ফারুক অসুস্থ নায়েবে আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হলেও তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি প্রধান সুস্থ হয়ে উঠবেন এমন আশাবাদ ব্যক্ত করে তার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গুরুতর অসুস্থ হওয়ায় ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন হাসপাতালের আইসিইউ সমমানের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছিল বিএনপি প্রধানকে।

শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় গত রোববার মধ্যরাতের পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার ভোর সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবিনতি হলে তাকে হাসপাতালে রাখা হয় ‘স্পেশাল কেয়ারে’।

এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় আসছেন। এছাড়া সোমবার রাতে চীনের পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান। শারীরিক অবস্থা অনুকূল হলে বিএনপি প্রধানকে বিদেশেও নেওয়া হতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার ইতোমধ্যে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে, যাতে তার নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী এসএসএফ মোতায়েন করা যায়। সোমবার রাতে এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ