বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন হাসপাতাল থেকে রিলিজ হওয়ার পর জামাতা মুফতি ওমর ফারুকের রাজধানীর বাসায় অবস্থান করছেন।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় যান দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, তোফাজ্জল হোসাইন মিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালী।
এ সময় কেন্দ্রীয় নেতারা মাওলানা হেলাল উদ্দিন সাহেবের পূর্ণ সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এনএইচ/