মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
অসুস্থ নায়েবে আমিরের পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা ১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ফ্রান্স ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ ডাক পিটিআইয়ের

কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে নতুন প্রার্থী সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানের প্রতি সমর্থন জানান।

মুখলিছুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও হবিগঞ্জ জেলা আমির। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি জানান, প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর থেকে দলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে গণসংযোগ ও জনসম্পৃক্ততার কাজ করে গেছেন।

তিনি লিখেছেন, বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা ও সংগঠনের কৌশলগত বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্তে সাংবাদিক ওয়ালী উল্লাহ নোমানকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই এবং পূর্ণ সমর্থন দিচ্ছি।

ব্যক্তিগত পদ বা মনোনয়ন পাওয়াই মূল লক্ষ্য নয় জানিয়ে মুখলিছুর রহমান বলেন, তাদের উদ্দেশ্য ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করা। তিনি বলেন, আমি ও আমার সহকর্মীরা পূর্ণ শক্তি নিয়ে মাঠে কাজ করে যাব।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সংগঠনের সিদ্ধান্তকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ওয়ালী উল্লাহ নোমানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য। তাঁর মতে, ঐক্যই শক্তি এবং এই শক্তিই “দাঁড়িপাল্লাকে বিজয়ের পথে নিয়ে যাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ