মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ ।। ১৭ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
১ লাখ ২০ হাজার হোম ক্যামেরা হ্যাক, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বিক্রি উঠান থেকে শিশুকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো নিথর দেহ কেন ভোট থেকে সরে দাঁড়ালেন জামায়াতের জেলা আমির? ঝুঁকিতে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ! দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস: তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা হাইস্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ফ্রান্স ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে বিক্ষোভ ডাক পিটিআইয়ের সিরিয়ায় ‌‘হস্তক্ষেপ’ না করতে ইসরাইলকে সতর্ক করলেন ট্রাম্প

জামায়াত ক্ষমতায় গেলে কীভাবে দেশ চালাবে জানতে চেয়েছেন মার্কিন কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস এ. স্টুয়ার্ট সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার বিকেলে শহরের বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ মার্কেটে অবস্থিত মহানগর জামায়াত কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। তার সঙ্গে ছিলেন দূতাবাসের সহকারী রাজনৈতিক বিশেষজ্ঞ মো. ইকবাল মাহমুদ।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৈঠকে মার্কিন কর্মকর্তা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য জামায়াতের প্রস্তুতি সম্পর্কে জানতে চান।

একই সঙ্গে জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করতে চায়, তাদের নীতি ও কর্মপরিকল্পনা কী—এ নিয়েও তার প্রশ্ন ছিল। প্রতিক্রিয়ায় সিলেটের জামায়াত নেতারা দলের নীতিগত অবস্থান তুলে ধরেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয় নিয়ে মতামত বিনিময় করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াতসমর্থিত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনসহ মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

সাক্ষাৎ শেষে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আলোচনা ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ। তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন সংস্কার–সংক্রান্ত বিষয়ে জামায়াতের ভূমিকা, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে দলের পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি বিষয়গুলো তারা মার্কিন কর্মকর্তাকে অবহিত করেছেন।

এছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অনুরোধও জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ